মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

নির্ঘুম রাত পার হয়ে গেল
তোমাকে ভেবেই,
বহুদূরের কোন এক অজানায়
সাজানো রয়েছ তুমি,
তোমার আবছায়া আবহমান অন্তরে---
শুধু মনে হলো।

সোমবার, ৩০ জুলাই, ২০১২

There are two kinds of people on earth. One kind of people do not know that they are on the true path. Another kind of people do not know that they are on the wrong path. Again, both kinds of people think that they are on the true path. This is a very complex & surprising matter. Friend, please give some serious thoughts over this.

রবিবার, ২৯ জুলাই, ২০১২

এই পথে অই পথে
সব পথে চলব,
ফূর্তিতে মেতে মেতে
যত খুশি গলব।

কোলাহল টোলাহল
কতো মজা দুনিয়া,
আনন্দতে গলগল
কতো কি যে শুনিয়া।

ভাল লাগে ভাল লাগে
সবখানে আগে আগে,
আমি কতো কি যে জানি
আমি সবিশেষ প্রাণী।

শুক্রবার, ২৭ জুলাই, ২০১২

আমার যদি থাকতো
জনমের ভালোবাসা---
হয়তো কোন অজুহাত ছাড়াই তোমাকে ভালোবাসতাম অহরহ।
এখন তো আমার তেমন নয়---
ভালোবাসাকে আমি খুঁজে পাই না,
ভালোবাসা আমাকে পায় কদাচিত্‍।

আমি জানি না কে আছে ইন্দ্রজিত্‍
তা থাক,
ভালোবাসার জিঞ্জিরে যদি থাকতাম---
তবু ভালো ছিল,
তবু ভালোবাসতে তুমি আমাকে হয় তো বা।

যদি আমার থাকতো
অস্পন্দ একটি হৃদয়---
হায় দুঃখ!
তবে হয়তো সাধারণের উর্ধ্বে আমি ভালোবাসার পিঞ্জরে তোমাকে পেতাম।
আশ্চর্য আমার চেতনা!

কে জানে? কেন এমন নিরন্তর বিরহ!

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

এই মুহূর্তটিতে তুমি ভাবছো আসমান
চাঁদ তারা আর গ্রহরা অসমান,
আমি ভাবছি তুমি, তোমার মগজের ধার---
শত শত মগজের কেমন প্রকার!
তুমি বসে ভাবছো ফুল আর পাখি
আমি ভাবছি মন---শত শত মন
একেকটি মনের একেক ধরণ,
আর তোমার হৃদয়ের আঁখি।
তোমাকে পাব বলে আমার দুরাকাঙ্ক্ষা
আমার নিস্পৃহ জীবনের অলস ভালোবাসায়।
তোমাকে দেখবো বলে আমার ক্ষীণ আশা
আমার মরে যাওয়া প্রদীপের কামনায়।
তোমাকে ছোঁব বলে আমার স্পর্ধার রীতিমত বাড়াবাড়ি,
আমার মরণ হোক যাতনায়।

বুধবার, ২৫ জুলাই, ২০১২

মস্তিষ্কের এলোপাতাড়ি আলোড়ন থেকেই আমি হইতো বা লিখি
বিচিকিচ্ছি সব কথা।
সুবোধ অন্তর বলে কিছুই নেই আমার ভেতরে আর
হর হামেশায় কী এক অদ্ভুত রকম দাপাদাপি আমি টের পাই---
অবশ্য সান্ত্বনার কথা যে বাইরের দিক থেকে আমার ভেতরের সে রাগঢাক
একেবারেই ম্রিয়মাণ।

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

আজন্ম আমাকে অভিনয় করে চলতে হচ্ছে মনের বিরুদ্ধেই,
মনের প্রতিক্রিয়াগুলো হোচট খেয়ে তাল সামলাতে পারছে না,
অথচ অভিনয় ঠিকই চলছে।

বাহ্য পরিবেশের সাথে একশভাগ খাপ খাওয়াতে হচ্ছে অন্তর না চাইলেও।
এমনি এমনি গতানুগতিকতায় পার করে দিতে হচ্ছে সব সময়টুকু।
আর এমন না হলে হইতো উম্মাদের পর্যায়ে চলে যাব অচিরেই।