বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

হলো শেষ প্রেমিকা আজ
এলো বিষম দুঃখের পালা,
জীবনে প্রেমের পরা সাজ
হলো শূন্য মনের মালা।
পরাভব মানব যদি মন
বলো জীবন একি সার,
পাথরে আছে যে চেতন
আমাতে নেই আমি যে আর।
জীবনের খেলা
শেষ হবে কোন বেলা
তেমন স্মরণেও নেই কিছু,
কেবল ছুটব আর ছুটব
থামব না কিছুতেই
ঘটে যাক যতকিছু।

রবিবার, ১৯ আগস্ট, ২০১২

আমার চিন্তা এবং কর্ম
আমার অনুভূতি এবং ধর্ম---
আমি আবেগতাড়িত অনায়াসে,
আমার অজানা প্রয়াসে।

শনিবার, ১৮ আগস্ট, ২০১২

প্রেমের বাঁধন ছিড়ে গেল যে
মায়ায় মায়ায় আমি ভোর যে---
আমি নাই আমাতে যে আর,
আমার জীবন শুধু তোমার
আমার জীবন শুধু তোমার;
আমি ছিলাম শুধু তোমার
আমি ছিলাম শুধু তোমার।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

এবং অনেক প্রকার অনন্য ভাবনা আমাকে
গুলিয়ে ফেলছে আমার মধ্যে---
আমি চলছি চলছি আমার জানা নেই
আমাকে টানছে আমার নিয়তি।

বুধবার, ৮ আগস্ট, ২০১২

এবং এই একটি মুহূর্ত তোমাকে নিয়ে ভাবলাম,
পরক্ষণে আবার ভাবব যদি তোমাকে---
আমার ভাবনাগুলো আসবে একের পর এক।

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

জীবনটা কিনা রীতিমতো অভিনয়,
আমার অঙ্গে রঙ্গে ঢঙ্গে কেবল বিনয়;
আমার ভিতরের বাহির হবে?
এহেন অবস্থার সম্পূর্ণ বিলয়।

সোমবার, ৬ আগস্ট, ২০১২

অহেতুক কতো কথা বলি---
তোমাকে নিয়ে আর জগতকে নিয়ে আর কখনো বা
একদম অচেতনে মনে মনে চলি।

অহেতুক হাত চলতে চায় কলমের খোঁচায় খোঁচায়
খচখচ করে খাতার উপরে কাগজের উপরে আর
ডায়েরীর পাতায় পাতায়।

অহেতুক মনে আসে যায়---
অপ্রতিরুদ্ধ ভাবনায় ভাবনায়
তোমাকে আমাকে কল্পনায় দিন চলে যায়।

রবিবার, ৫ আগস্ট, ২০১২

A human being is sure to go through/enter into the eternity after death. This eternity might be of very happy & peaceful one or might be of very unhappy & sorrowful one depending on individual's doings & beliefs on earth.
তোমার ভেতরের পরতটা
কী জানি কেমন---
আমার পরতের হদিস নেই,
তোমার বাহির আমারও বাহির
বাহিরের পরতের দরকার নেই।

শনিবার, ৪ আগস্ট, ২০১২

আচ্ছা আমাকে ভালোবাসো কেন এতো?
সে কথা জানি না তো---
জানার কথাও তো নয়,
হয় তো বা সে কথা একদম মনোগত।

ও আচ্ছা সে কথা!
তবে কেন ভালোবাসা রঙিন পাখার মতো?
আশ্চর্য তুমি আমাকে করলে তো!
আমি মানতে পারি ভালোবাসা অনেক আকর্ষণ,
কিন্তু একদম বুঝি না কারণ।

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

অই তো একটি সুন্দর ডানাওয়ালা পাখি,
আর যেমন মনে স্বপ্নের ছবি আঁকি;
এই-ই শেষ আমি হারিয়ে গেলাম মনে---
অথবা জানি না জানি না
আমি নিজেও
কী কারণে!?

http://www.facebook.com/FansOfCreativeWriting

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২

তুমি মনেতে ছিলে আমারি
তুমি মনেতে ছিলে সুন্দরই,
তুমি ছিলে আশা তুমি ছিলে ভাষা
তুমি মনেতে মন ছিলে বাহারি,
তুমি মনেতে মন বল কাহারি?

বুধবার, ১ আগস্ট, ২০১২

এই জনমের ফাঁকির মতো absolute সত্য আর নেই,
আর তুমি যদি মিথ্যা নও---
আমার কোন আবদার নেই,
কোনও রকম ছলাকলায় কেটে যাক সময়।
মহাজাগতিক গন্তব্যের দিকে
টেনে নিয়ে যাক তোমাকে আমাকে।